২৫ নভেম্বর ৮১ দেশীয় পর্যবেক্ষকের সঙ্গে সংলাপ ইসির

By স্টার অনলাইন রিপোর্ট
23 November 2025, 11:11 AM

নির্বাচন কমিশন (ইসি) আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ নভেম্বর দেশীয় নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কনফারেন্স রুমে ৮১ জন স্থানীয় পর্যবেক্ষককে নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, '২৫ নভেম্বর দুটি সেশনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। একটি হবে সকালে এবং আরেকটি দুপুরে।'