হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

By স্টার অনলাইন রিপোর্ট
18 July 2023, 05:24 AM
UPDATED 18 July 2023, 11:37 AM

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক টুইটবার্তায় বলেন, 'সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।'

রাজধানীর বনানী এলাকায় গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় হামলাকারীদের গলায় 'নৌকা' প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা যায়।