রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
15 November 2025, 09:35 AM

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি বাদী হয়ে তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, হামলা ও হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।