আ. নেতা বাসায় যাওয়ায় নির্বাচন কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ

By স্টার অনলাইন রিপোর্ট
20 June 2023, 15:19 PM
UPDATED 21 June 2023, 12:07 PM

রাজশাহীর এক নির্বাচন কর্মকর্তার বাসায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা যাওয়ায় ওই কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

রাজশাহী নির্বাচন অফিসের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন কারণ দর্শানো নোটিশ পেয়েছেন এবং তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে লিখিত উত্তর দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গত রোববার রাতে ওই কর্মকর্তার বাসায় যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ ওরফে লিমন।

নির্বাচন কর্মকর্তার বাসায় নেতার উপস্থিতি টের পেয়ে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসার সামনে বিক্ষোভ করে এবং তার পদত্যাগ দাবি করে।

পরে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল রাত ১২টার দিকে ওই বাসায় গিয়ে আওয়ামী লীগ নেতাকে হেফাজতে নেয়।
পরদিন মুচলেকা দিয়ে ছাড়া পান আওয়ামী লীগ নেতা ইশতিয়াক।

বিক্ষোভে নেতৃত্বদানকারী ছাত্রলীগের রাজশাহী কলেজ শাখার সভাপতি রাশিক দত্ত বলেন, 'ইশতিয়াক তার চাচা কাউন্সিলর প্রার্থী আবদুল হামিদ সরকারের বিজয় নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তার বাড়িতে গিয়েছিলেন।'

তার দাবি, তার সঙ্গে আরও একজন টাকার ব্যাগ নিয়ে গিয়েছিলেন।

এ ঘটনার পরদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয় হয়।

আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনে বিস্তারিত জবাব পাঠিয়েছেন।