সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
তিনি বলেন, মামলাটিতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদনসহ আনিস আলমগীরকে আদালতে হাজির করে। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
এই মামলায় আরও তিন আসামি হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজের।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সাংবাদিক আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশন টকশোতে তার মন্তব্য বেশ আলোচনা তৈরি করে।