ধর্ষণচেষ্টার অভিযোগে ময়মনসিংহে ইউপি সদস্য কারাগারে
স্টার ডিজিটাল গ্রাফিক্স
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত সাইদুল ইসলাম ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউপির সদস্য।
আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় গতকাল মঙ্গলবার রাতে করা মামলায় সাইদুল ও তার দুই অজ্ঞাত সহযোগীকে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সম্প্রতি সাইদুল ও তার সহযোগীরা ভুক্তভোগীকে মারধর ও ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে মেয়েটিকে উদ্ধার করে।
এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সাইদুলকে গ্রেপ্তার করে।