নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসী যুবক নিহত, গুলিবিদ্ধ ১০

By নিজস্ব সংবাদদাতা, নরসিংদী
8 December 2025, 10:28 AM

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কুয়েতপ্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মামুন মিয়া (২৫)। তিনি একই এলাকার আবদুল আউয়ালের ছেলে। মামুন কুয়েতপ্রবাসী ছিলেন। দুই সপ্তাহ আগে তিনি ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিলক্ষার আলাল মুন্সি ও মিস্টার আলী পক্ষের মধ্যে বিরোধ ছিল। পুরোনো দুটি পক্ষ—প্রয়াত শহীদ মিয়া ও ফালু মিয়ার বিরোধের ধারাবাহিকতায় বর্তমানে শহীদ মিয়ার পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মিস্টার আলী এবং ফালু মিয়ার পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আলাল মুন্সি। আশির দশক থেকে চলে আসা এই দ্বন্দ্বে আগেও একাধিক খুনের ঘটনা ঘটেছে।

এরই জেরে আজ সকালে স্থানীয় বাজারে ফালু মিয়ার জামাই মামুনের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ মামুনের বাবা আবদুল আউয়াল (৫৫) ও পরশ মিয়া নামের আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানা কবির বলেন, 'গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া একজনকে হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া গুলিবিদ্ধ আহতদের মধ্য থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে শুনেছি।'