উত্তরায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর উত্তরায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যবসায়ী হলেন—মো. আল-আমিন ও মো. মাসুদ রানা।
আহত আল আমিনের স্ত্রী আরফিন লাইজু জানান, তাদের বাসা সবুজবাগ বাসাবো এলাকায়। আর মাসুদের বাড়ি বকশীবাজার এলাকায়। তারা দুজনই একসঙ্গে ভাঙারির ব্যবসা করেন। গতকাল ব্যবসায়িক কাজে দুজন উত্তরা এলাকায় যান। সেখান থেকে রাতে বাসায় ফিরছিলেন। পথে জসিম উদ্দিন রোডের একটি দোকান থেকে সিগারেট কিনছিলেন। সেসময় ৮ থেকে ১০ জন ছিনতাইকারী তাদের মাথায়, পিঠে ও কপালে কুপিয়ে তাদের কাছে থাকা এক লাখ ৪৮ হাজার টাকা নিয়ে চলে যায়।
তিনি আরও জানান, পরে পথচারীরা তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাদের ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের বাসায় নিয়ে আসা হয়েছে।
থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে আরফিন লাইজু বলেন, আমার স্বামী গুরুতর আহত হয়েছেন। থানায় অভিযোগ দেওয়ার সময় পাইনি। বিকেলে থানায় যাবো মামলা করতে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, এমন একটি ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।