কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ভাই খুন

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
17 November 2025, 05:04 AM

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সোমবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রাহিলা বেগম (৬২) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৪০)। অভিযুক্ত বড় ছেলে বিল্লাল হোসেন (৪৫) ঘটনার পর থেকে পলাতক।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শরীফ ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক জমি নিয়ে বড় ভাই বিল্লাল হোসেনের সঙ্গে ছোট ভাই কামাল হোসেনের বিরোধ ছিল। এর জেরে আজ ভোরে বিল্লাল তার মা ও ছোট ভাইকে ছুরিকাঘাত করেন।

পরিদর্শক শরীফ ইবনে আলম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।