গোপালগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

By সংবাদদাতা, গোপালগঞ্জ
6 November 2025, 17:23 PM

গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস আজ বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি লুৎফুর রহমানকে (৫৭) গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানাধীন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোমিনুল ইসলাম ডেইলি স্টারকে জানান, গত ৪ নভেম্বর রাতে শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

আসামিরা হলেন: রোহান মোল্লা (১৫), তার খালু লুৎফুর রহমান ও খালা বিউটি বেগম (৪৫)।

পলাতক রোহান ও বিউটিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তদন্ত কর্মকর্তা।