ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২

By নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া
3 November 2025, 06:00 AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় গুলিবিদ্ধ ইয়াছিন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এর আগে একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে থোল্লাকান্দি গ্রামের মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া (৩০) শনিবার রাতে মারা যান।

নিহত ইয়াছিন নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার ভাই শাহীন মিয়া জানান, ভোররাতে মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা ইয়াছিনের মরদেহ নিয়ে নবীনগরের পথে রওনা দেন।

শনিবার রাত ৯টার দিকে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারসংলগ্ন একটি হোটেলে এ সংঘর্ষের সূত্রপাত। সেখানে একদল সশস্ত্র দুর্বৃত্ত হোটেলে ঢুকে গুলি চালালে শিপন মিয়া, হোটেলকর্মী ইয়াছিন এবং স্থানীয় তরুণ নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন।

শিপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মনেক ডাকাতের অনুসারীরা প্রতিপক্ষ রিফাতের গোষ্ঠীর ওপর হামলা চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মনেক ডাকাত ও তার ছেলে শিপন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও সশস্ত্র অপরাধে জড়িত ছিল। সম্প্রতি তাদের সঙ্গে স্থানীয় রিফাতের গোষ্ঠীর দ্বন্দ্ব তীব্র হয়। অবৈধ অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধ থেকেই শনিবারের হামলার সূত্রপাত।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।