জি এম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

By স্টার অনলাইন রিপোর্ট
4 September 2025, 09:22 AM
UPDATED 4 September 2025, 15:29 PM

দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকা একটি আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ কোর্টের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডেপুটি পরিচালক রেজাউল করিমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

আবেদনে তিনি জানান, এই দম্পতি তাদের ক্ষমতা অপব্যবহার ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ আয় করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, দুদক একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে, এই দম্পতি দেশের বাইরে পালানোর চেষ্টা করছেন। যদি তারা পালিয়ে যান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে বাধা সৃষ্টি হতে পারে।