হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন নামঞ্জুর

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2024, 07:05 AM

ভুয়া লেটার অব ক্রেডিট বা ঋণপত্র খুলে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার জেসমিন ইসলামের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

তবে মামলায় জামিন চেয়ে জেসমিন ইসলামের করা আবেদনের শুনানি তিন মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে তিন মাসের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন আদালত।