আমির হোসেন আমু গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
6 November 2024, 09:14 AM
UPDATED 6 November 2024, 15:27 PM

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার রাজধানীর পশ্চিম ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মাদ তালেবুর রহমান।

ঝালকাঠি-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমির হোসেন আমু।

জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যার দায়ে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।