সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
29 October 2024, 18:28 PM
UPDATED 30 October 2024, 00:32 AM

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত ভোররাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উত্তরা পশ্চিম পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে।'

'অভিযান এখনো চলছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে,' বলেন তিনি।