সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গ্রেপ্তারের পর কারাগারে

By স্টার অনলাইন রিপোর্ট
27 October 2024, 10:24 AM
UPDATED 27 October 2024, 18:07 PM

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

পরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপি কর্মী মকবুল নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় বলে আদালতের একজন কর্মচারী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

মকবুল হত্যার ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর বিএনপি কর্মী মাহফুজার রহমান পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেন।