চট্টগ্রাম বিমানবন্দর থেকে কোকেন জব্দ

By নিজস্ব সংবাদদাতা
15 July 2024, 06:41 AM
UPDATED 15 July 2024, 12:46 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোকেনের একটি চালান জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিবি পুলিশ ও এপিবিএন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় 'লস্ট এন্ড ফাউন্ড' সেন্টার থেকে তিন কেজি ৯০০ গ্রাম ওজনের পার্সেল জব্দ করা হয়। তবে সেখানে কী পরিমাণ কোকেন আছে তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, পার্সেলটি বাহামাসের নাগরিক ৫৪ বছর বয়সী স্তাতিয়া শানতাই রোলের।

গত ১৩ জুলাই ব্রাজিল থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে এই নারী বাংলাদেশে আসেন বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।

আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল পার্সেলটি পরীক্ষা করছে বলে জানিয়েছেন কাস্টমস ও বিমানবন্দরের কর্মকর্তারা।