পিএসসির কর্মকর্তাসহ ৬ জনের ১০ দিনের রিমান্ড আবেদন সিআইডির

By স্টার অনলাইন রিপোর্ট
11 July 2024, 12:31 PM
UPDATED 11 July 2024, 19:02 PM

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।

এই ছয় জন হলেন পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীর আলম (সিলেট) ও আবু জাফর, সহকারী পরিচালক এসএম আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের টেকনিশিয়ান জাহিদুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা নোমান সিদ্দিকী।

সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত স্পেশাল পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা জুয়েল চাকমা আজ বৃহস্পতিবার এই রিমান্ড আবেদন করেন।

ফরওয়ার্ডিং রিপোর্টে তদন্ত কর্মকর্তা বলেছেন, ছয় জনই সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। দায়ী অন্যদের খুঁজে বের করার জন্য তাই তাদের রিমান্ডে নেওয়া দরকার।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী রিমান্ড আবেদনের শুনানির জন্য ১৬ জুলাই দিন ধার্য করেছেন।

এর আগে ৯ জুলাই গ্রেপ্তারের পর মামলাটির ১৭ আসামিকে আদালতে হাজির করে সিআইডি। তাদের মধ্যে ছয় জন বিভিন্ন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।