পল্লী বিদ্যুৎ কর্মচারীকে খুঁটিতে বাঁধার ঘটনায় ৩ আনসারকে স্ট্যান্ড রিলিজ

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর
21 June 2024, 18:35 PM
UPDATED 22 June 2024, 00:45 AM

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে জামালপুরের দেওয়ানগঞ্জে সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগে তিন আনসার সদস্যকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। 

শুক্রবার রাতে জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত আনসার সদস্যদের একজন মো. আনারুল ইসলাম। অপর দুজনের নাম জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দেওয়ানগঞ্জের ইউএনও শেখ জাহিদ হাসানের আবাসিক কোয়ার্টারের পাশে আনসার ব্যারাকে এই ঘটনা ঘটে।

পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, 'এ ঘটনায় তিন আনসার সদস্য জড়িত থাকায় তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।'

ইউএনও জাহিদ হাসানের ব্যাপারে তিনি বলেন, 'বিষয়টি সমাধান হয়ে গেছে।'