পান্থপথে ছুরির আঘাতে যুবক নিহত

By স্টার অনলাইন ডেস্ক
24 February 2023, 06:33 AM
UPDATED 24 February 2023, 12:45 PM

রাজধানীর পান্থপথে এক যুবককে ছুরির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'নিহত মো. ফারুক (২৬) কারওয়ান বাজার এলাকার বাসিন্দা। তাকে ভোররাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।'

'এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ঘটনার তদন্ত চলছে।'

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক শাহ আলম।