৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় তরুণ গ্রেপ্তার

By নিজস্ব সংবাদদাতা, নাটোর
19 January 2023, 11:54 AM

নাটোরের নলডাঙ্গায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় তুহিন আলী (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুহিন আলী নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে পার্ক এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় তুহিন শিশুটিকে খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

পরে শিশুটি তার পরিবারকে ঘটনাটি জানালে শিশুর বাবা তুহিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলডাঙ্গা থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তুহিনকে গ্রেপ্তার করে।

তুহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।