বরকত উল্লাহ বুলুর ওপর হামলায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

By নিজস্ব সংবাদাদাতা, কুমিল্লা
22 September 2022, 12:43 PM

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর গত ১৭ সেপ্টেম্বর লাকসাম বিপুলাসারে হামলার ঘটনায় প্রায় ৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ওপর হামলার ঘটনায় মামলার শুনানি শেষে আজ বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৫ নং আদালতে আদালতের বিচারক মো. আবুবকর সিদ্দিক মামলাটি কুমিল্লার পিবিআইকে তদন্তের নি‌র্দেশনা দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান।

লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনির আহম্মেদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

বাদী মনির আহম্মেদ জানান, লাকসাম থানা মামলা না নেওয়ায় আদালতে হাজির হয়ে মামলা করেছেন।