১৪ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর
23 February 2025, 18:11 PM

দীর্ঘ ১৪ মাস পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরেছে।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে বিসিআইসির (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) সিদ্ধান্তের অংশ হিসেবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এর ফলে কারখানার ইউরিয়া সার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে তিতাস গ্যাস পুনরায় যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বাড়ায়। পরবর্তীতে কারখানার যন্ত্রাংশ মেরামত ও অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।