রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতার ক্রীড়া সাংবাদিক নিহত

By স্টার অনলাইন রিপোর্ট
30 November 2025, 12:47 PM
UPDATED 30 November 2025, 18:59 PM

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন।

আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত জহির ভূঁইয়ার ছেলে রাকিব ভূঁইয়া তামিম দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে। ঢাকায় সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। তার বাবা ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে তাদেরকে দুর্ঘটনার খবর দেয় পথচারীরা। এবং তার বাবাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান রাকিব। তিনি জানান, সেখান থেকে চিকিৎসকের পরামর্শ দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান।

রাকিব আরও জানান, খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন তার বাবা, এটুকুই শুনেছেন। এর বেশি কিছু জানেন না তিনি।