বংশালে রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
22 September 2025, 05:56 AM

রাজধানীর বংশাল এলাকার নাজিরাবাজার চৌরাস্তার কাছে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত আমিন (৩০) একটি বেকারি দোকানের কর্মচারী ছিলেন।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।

পথচারী জিসান জানান, নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোডের দিকে যাওয়ার সময় হঠাৎ বাইসাইকেলসহ পানিতে পরে যান আমিন। আশেপাশের পথচারীরা বাঁশ দিয়ে ঠেলে তাকে পানি থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল পৌনে ১০টার দিকে আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জিসান আরও জানান, ওই রাস্তায় বিদ্যুতের খুঁটি আছে। তিনি ধারণা করছেন, সেখান থেকেই কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে।

মৃত আমিনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। আমিন হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।