‘টিকটক ভিডিওর’ জন্য তিস্তায় ঝাঁপ দিয়ে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
25 August 2025, 16:04 PM

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে দ্বিতীয় সড়ক সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজের দুই দিন পর নীরব রায় উৎস (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে সেতু থেকে প্রায় আট কিলোমিটার দূরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্ধন এলাকায় মরদেহটি ভেসে ওঠে।

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে।

নীরবের বন্ধুরা পুলিশকে জানিয়েছে, টিকটক ভিডিও তৈরির জন্য তারা তিনজন তিস্তায় ঝাঁপ দিয়েছিলেন। বাকি দুজন হলেন—শাকিল ইসলাম (১৮) ও রুপম ইসলাম (১৮)। তারা সাঁতরে তীরে উঠলেও নীরব প্রবল স্রোতে ভেসে যান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চিৎকার শুনে নীরবকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, 'নদীতে প্রবল স্রোত থাকায় নিখোঁজের পর নীরব দ্রুত ভাটির দিকে ভেসে গিয়েছিল।'

তপন রায় জানান, তার ছেলে সাঁতার জানতেন।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, 'বিকেলে ওই কলেজছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।'

'একটি ভিডিওর জন্য তরুণের এমন অকাল মৃত্যু আমাদের জন্য বড় শিক্ষা—এই ধরনের চ্যালেঞ্জ প্রাণঘাতী দুর্ঘটনায় রূপ নেয়,' বলেন তিনি।