লরি উল্টে পড়ল প্রাইভেটকার-অটোরিকশার ওপর, নিহত ৪

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
22 August 2025, 09:00 AM
UPDATED 22 August 2025, 15:31 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি উল্টে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে পাওলি বিদ্যুৎ অফিস ইউটার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি লরি উল্টে গিয়ে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে একজন নারীসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'

স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে মিলে প্রাইভেটকারটি উদ্ধারের কাজে অংশ নেন, যা লরির নিচে চাপা পড়ে ছিল।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।