মাইলস্টোন ট্র্যাজেডি: আহত শিক্ষক মাহফুজা মারা গেছেন

By স্টার অনলাইন রিপোর্ট
14 August 2025, 08:38 AM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহত শিক্ষক মাহফুজা খাতুন (৪৫) মারা গেছেন।

দুর্ঘটনার ২৪ দিন পর আজ বৃহস্পতিবার ঢাকার বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে মাহফুজা খাতুনের মৃত্যু হয়। তার শরীরের ২৫ শতাংশ পোড়া ছিল।

মাহফুজা খাতুনের মৃত্যুতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই ঘটনায় মোট মৃত্যু ৩৫।

এর আগে একই ঘটনায় শিক্ষক মেহেরিন চৌধুরী ও মাসুকা বেগম নিহত হন।

এদিকে বার্ন ইনস্টিটিউটে এখনো অন্তত ২৩ জন চিকিৎসাধীন, যাদের অধিকাংশ শিশু। এছাড়া চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।