পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে নিহত ৮

By স্টার অনলাইন রিপোর্ট
10 October 2024, 03:35 AM
UPDATED 10 October 2024, 09:56 AM

পিরোজপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে একই পরিবারের চার জনসহ মোট আট জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন, মোতাহার হোসেন (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), মেয়ে মুক্তা (১০) এবং ছেলে সোয়াইব (২)।

অপর নিহতদের মধ্যে দুজন শিশু, এক পুরুষ ও এক নারী রয়েছেন। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গতরাত সোয়া ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ পরিচালনা করেন।