গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৬

By স্টার অনলাইন রিপোর্ট
24 March 2024, 04:14 AM
UPDATED 24 March 2024, 10:19 AM

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৬ জনের মৃত্যু হলো।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে দগ্ধ লালন মিয়া (২৪) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান।

তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, 'লালনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৬ জন মারা গেলেন।'

মৃত লালনের ভাই মো. এরশাদ আলী ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর থানার ভেটুয়া গ্রামে। পোশাককর্মী লালন কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী সাবিনা খাতুন ও এক মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন।'

এই ঘটনায় লালনের নানি শাশুড়ি কমলা বেগম গত বুধবার মারা গেছেন বলে জানান তিনি।

এর আগে গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন।

বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও ১৬ জনের মৃত্যু হলো।