মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, সন্ধান মেলেনি নিখোঁজ ২ জনের

By নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ
17 December 2023, 10:41 AM
UPDATED 17 December 2023, 16:48 PM

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইলে গৌরগঞ্জ খালে গতকাল সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। 

টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান এখনো মেলেনি।

তারা হলেন-মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ ও ঢাকার ধানমন্ডির বাসিন্দা মাহফুজুর রহমান।

আজ সকাল ৯টার দিকে পদ্মার শাখানদী হিসেবে পরিচিত গৌরগঞ্জ খালে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান জানান, ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি স্থান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্রলারে কিছু পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের তিন ডুবুরি নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান ডেইলি স্টারকে জানান, ট্রলারডুবির ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে নৌ-পুলিশ তদন্ত করবে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেয়া পারাপারের ট্রলারটি হাসাইল বাজারে যাওয়ার পথে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। 
ঘটনার পরপর দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।