মুন্সীগঞ্জে ট্রলারডুবি, ২ শিশুর মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ
16 December 2023, 15:14 PM
UPDATED 16 December 2023, 21:28 PM

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল খেয়াঘাটের কাছে গৌড়গঞ্জ খালে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব আলী জানান, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় স্থানীয়রা দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

তবে ট্রলারে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

ওসি সোয়েব আলী বলেন, 'বাল্কহেডটি জব্দ করা হয়েছে। তবে স্টাফরা পালিয়ে গেছে। কতজন যাত্রী ছিলেন এবং কতজন নিখোঁজ আছেন তার কিছুই এখনও বলতে পারছি না। আমরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছি। বিস্তারিত পরে বলা যাবে।'

টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছায়।

তাদের টিম লিডার আতিকুর রহমান বলেন, 'ট্রলার ডুবেছে নদীর যেই পাড়ে সেখানে পৌঁছার জন্য আমরা অন্য পাড়ে অপেক্ষায় আছি। কতজন নিখোঁজ আছেন এখনই বলা যাচ্ছে না। আমাদের কোনো ডুবুরি নেই। নারায়ণগঞ্জ থেকে ডুবুরি আনার ব্যবস্থা করা হচ্ছে।'