কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ২, আহত ৩

By স্টার অনলাইন রিপোর্ট
11 May 2023, 12:55 PM
UPDATED 11 May 2023, 20:13 PM

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল সদর উপজেলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন-মো. বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২)। আহত ড্রাইভার কুতুবউদ্দিন (৪৮), ড্রাইভার মো. রুবেল হোসেন (৪৫) ও গ্রিজারম্যান কামাল পাশাকে (৫০) উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিস্ফোরণের পর গ্রিজারম্যান কাশেম এখনো নিখোঁজ আছেন।

তেল ট্যাংকারের কর্মী সুমন শেখ ডেইলি স্টারকে জানান, 'চট্টগ্রাম থেকে ১০ লাখ লিটার ডিজেল ও সাড়ে ৩ লাখ লিটার পেট্রোল নিয়ে এমভি এবাদি তেলের ট্যাংকারটি গতকাল বরিশাল পৌঁছায়।'

আজ বিকেল হঠাৎ ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন বলে জানান তিনি।

এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালক মো. সেলিম ডেইলি স্টারকে বলেন, 'বিআইডব্লিটিএ সদস্যরা জাহাজে খুঁজে নিখোজ কাউকে পায়নি। আগামীকাল সকালে আমরা নদীতে ডুবুরি পাঠিয়ে অনুসন্ধান করব।'

নদীতে তেল ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই বলে জানান তিনি।