মার্কেটে রাতের জন্য জনবল নিয়োগ-ধূমপান-সিলিন্ডার গ্যাসে রান্না না করার পরামর্শ

By স্টার অনলাইন রিপোর্ট
16 April 2023, 08:56 AM
UPDATED 16 April 2023, 15:08 PM

দেশের শপিংমল ও মার্কেটগুলোতে রাতের জন্য জনবল নিয়োগের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ ছাড়া মার্কেটের ভেতর ধূমপান ও সিলিন্ডার গ্যাসে রান্না না করার পরামর্শও দেওয়া হয়েছে।

আজ রোববার রাজধানীর গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিংমলগুলোতে অগ্নিঝুঁকি নিরসন ও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব কথা জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, 'আমরা মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতিকে বলতে চাই, আপনারা বাজারের বিভিন্ন পয়েন্টে সারারাত থাকবে এমন নিজস্ব জনবল নিয়োগ করুন। এতে শুধু নাশকতাই রোধ হবে না, দেশের তাপমাত্রা বর্তমানে বেশি, অতিরিক্ত তাপমাত্রার কারণে কোনো দাহ্য পদার্থে আগুন লাগলে প্রাথমিকভাবে তারা আগুন নেভানোর কাজ করবেন।'