‘আমাদের সব স্বপ্ন শেষ’

সাজ্জাদ হোসেন
সাজ্জাদ হোসেন
16 April 2023, 05:52 AM
UPDATED 16 April 2023, 12:44 PM

'বাবা ২২ বছর এখানে ব্যবসা করেছে। তার অসুস্থতার পর আমি হাল ধরি। কিন্তু এখন সব পুড়ে শেষ হয়ে গেল, কিছুই আর নেই,' কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বলছিলেন নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইয়াসিন আরাফাত।

পোড়া দোকানের সামনে আজ রোববার সকালে মাকে নিয়ে এসেছিলেন তিনি। এসময় মা ও ছেলের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

রুমিয়া বেগম জানান, আট মাস আগে স্বামী মারা যান। এরপর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। একমাত্র অবলম্বন ছিল মার্কেটের এই দোকান। এখন সেটাও পুড়ে শেষ। আমাদের সব স্বপ্ন শেষ।'

'ইয়াসিন ওড়না হাউজে' ওড়না করতেন ইয়াসিন। আগুনে দোকানের মালামালসহ সব পুড়ে গেছে বলে জানান তারা।

পাশেই আরেকটি দোকান নাজিফা ওড়না হাউজের মালিক সাইফুল ইসলাম জানান, তার দোকানেরও একই অবস্থা। দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের কর্মচারীদের কীভাবে ঈদের আগে বেতন বোনাস দেবেন এই নিয়ে চিন্তিত বলে জানান তিনি।

গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।