তেজগাঁওয়ের কুনি পাড়ায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

By স্টার অনলাইন রিপোর্ট
13 March 2023, 14:17 PM
UPDATED 13 March 2023, 21:40 PM

রাজধানীর তেজগাঁওয়ের কুনি পাড়া শিল্পাঞ্চল বস্তিতে আগুন লেগেছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।'

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, ওয়াসার গাড়িতে পানি এতে আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে রয়েছে ৫টি অ্যাম্বুলেন্স।

এ ছাড়াও, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।