আর্জেন্টিনার বিজয় উদযাপন: মোটরসাইকেল দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
19 December 2022, 03:52 AM
UPDATED 19 December 2022, 10:39 AM

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার শিরোপা জয় উদযাপন করতে গিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।

আজ সোমবার ভোররাত সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত শাওন (১২) খিলা পুর্ববাতাবাড়িয়া এলাকার মিলন মিয়ার ছেলে।'

এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

খিলা আজিজ উল্যা হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'নিহত শাওন খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।'

তিনি জানান, আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ বিজয়ে ভোররাত সাড়ে ১২টার সময় তাদের বাড়ির কাছে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে আনন্দ মিছিল করতে গেলে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে শাওন মারা যায়।

আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।