‘ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো রাষ্ট্রের প্রতি আনুগত্য করেছে, আবার সংকটে জেগে উঠেছে’

By স্টার অনলাইন রিপোর্ট
15 November 2025, 12:12 PM
UPDATED 15 November 2025, 18:19 PM

সিরাজুল ইসলাম চৌধুরী বিশ্ববিদ্যালয় ও সমাজকে ক্রিটিক্যালি দেখেছেন। যা ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোর নিচে যে অন্ধকার থাকে স্যার নানানভাবে দেখিয়েছেন তার লেখায়। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সমাজ রাষ্ট্রের সংকট, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গতিপথ।

আজ শনিবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বেঙ্গলবুকস প্রকাশিত সিরাজুল ইসলাম চৌধুরীর বই 'ঢাকা বিশ্ববিদ্যালয়: ইতিহাসে, স্মৃতিতে' বইটির প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনাপর্ব শীর্ষক আয়োজনে কথাগুলো বলছেন অনুবাদক ও অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

তিনি আরও বলেন, 'কবিতা, দারিদ্রতা ও রাজনীতি— বিষয়গুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। "মানুষ পালটায় কিন্তু সিস্টেম পাল্টায় না" এমন অসাধারণ কিছু বাক্য রয়েছে তার বইতে।'

সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে শিক্ষাবিদ অধ্যাপক ফিরদৌস আজিমের সভাপতিত্বে আলোচনা করেছেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও গবেষক কাজী সামিও শীশ এবং বেঙ্গলবুকস-এর প্রকাশক মাহমুদুল হাসান।

মাহফুজ আনাম বলেন, 'সিরাজুল ইসলাম চৌধুরী স্বচ্ছ চিন্তার গভীর মানুষ। তিনি সব সময় সব লেখায় যুক্তি তর্ক হাজির করেন। তার লেখায় সংকট ও সমাধন বুদ্ধিবৃত্তিকভাবে খোঁজে পাওয়া যায়। আলোতে যে অন্ধকার আছে তা নিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন।'

আরও বলেন, 'এবং একটা বিশ্ববিদ্যালয় ও উপাচার্যের সত্যিকার ভূমিকা কী সে বিষয় তিনি গভীরভাবে ব্যাখ্যা ও শিক্ষক হিসেবে অভিজ্ঞতা বর্ণনা করেছেন।'

কাজী সামিও শীশ বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো রাষ্ট্রের প্রতি আনুগত্য করেছে। আবার কখনো রাষ্ট্রের সংকটে জেগে উঠেছে। কখনো অসাম্প্রদায়িক কখনো মৌলবাদের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, এমন বিষয় আলোকপাত করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। তবে নিজেকে আড়ালে রেখে ইতিহাস পর্যালোচনা করেছেন।'

আহমাদ মোস্তফা কামাল বলেন, 'ভাষা আন্দোলন থেকে স্বাধীকার আন্দোলন ইতিহাসের অপরিহার্য বিষয় বইয়ে উঠে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানান বাঁকবদল নিয়ে কথা বলেছেন সিরাজুল ইসলাম চৌধুরী।'