প্রবাল দ্বীপের প্রাচুর্যে

By স্টার অনলাইন রিপোর্ট
31 December 2022, 07:15 AM

দেশে ভ্রমণপিপাসু মানুষ সবচেয়ে বেশি যেসব জায়গায় বেড়াতে যান, তার মধ্যে অন্যতম কক্সবাজার ও সেন্ট মার্টিন। অন্যান্য সময়ের চেয়ে কক্সবাজার ও সেন্ট মার্টিনে এখন ভিড় অনেক বেশি।

বছরের শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলে অভিভাবকরা সন্তানদের নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ পান। ঘুরতে যাওয়ার জন্য এরচেয়ে ভালো সময় আর হয় না।

বছরের এই সময়ে সবচেয়ে সুন্দর ও মনোরম স্থানগুলোর মধ্যে একটি হয়ে ওঠে সেন্ট মার্টিন দ্বীপ। দ্বীপে ঘুরতে যাওয়া পর্যটকদের সমুদ্রে সাঁতার কাটা, সৈকতে বারবিকিউ পার্টি, সাইকেল চালানোসহ বিভিন্ন কাজ করে ছুটি উপভোগ করতে দেখা যায়।

সেন্ট মার্টিন দ্বীপ থেকে তোলা কয়েকটি ছবি নিয়ে আজকের এই আয়োজন। ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।

st-martin1.jpg

st-martin2.jpg

st-martin3.jpg

st-martin4.jpg

st-martin5.jpg

st-martin6.jpg

st-martin7.jpg

st-martin8.jpg

st-martin9.jpg

st-martin13.jpg

st-martin14.jpg

st-martin-15.jpg

st-martin16.jpg

st-martin17.jpg