গ্রিস উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

By স্টার অনলাইন ডেস্ক
8 December 2025, 10:56 AM
UPDATED 8 December 2025, 17:01 PM

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গতকাল আংশিকভাবে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

শনিবার ক্রিটের দক্ষিণ-পশ্চিম থেকে ৪৮ কিলোমিটার দূরে মরদেহগুলোর সঙ্গে দুইজন জীবিত ব্যক্তিকে পাওয়া যায়।

গ্রিক কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপি-কে বলেন, উদ্ধার হওয়া সব মরদেহই পুরুষের।

তিনি জানান, গুরুতর অবস্থায় থাকা দুই জীবিত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। নৌকাটি কীভাবে ডুবল তা এখনো পরিষ্কার নয়, তাই মরদেহগুলোর ময়নাতদন্ত প্রয়োজন।

এথেন্স নিউজ এজেন্সি জানায়, একটি তুর্কি কার্গো জাহাজ প্রথমে নৌকাটিকে দেখতে পায় এবং কর্তৃপক্ষকে জানায়।

পরে গ্রিক কোস্টগার্ড ঘটনাস্থলে দুটি জাহাজ পাঠায়।

কোস্টগার্ড জানায়, জীবিত দুই ব্যক্তি বলেন যে খারাপ আবহাওয়ার কারণে তাদের নৌকা বিপদের মুখে পড়ে। তাদের কাছে খাবার এবং পানির কোনো ব্যবস্থা ছিল না।

উদ্ধারকর্মীরা জানান, উদ্ধার অভিযানের সময় নৌকার ভেতরে পানি ঢুকছিল।

গত এক বছরে উত্তর আফ্রিকার লিবিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর পথ হিসেবে ক্রিট দ্বীপকে লক্ষ্যবস্তুতে পরিণত করছেন অভিবাসন প্রত্যাশীরা।

ইউএনএইচসিআর-এর তথ্যমতে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৭০ জনের বেশি আশ্রয়প্রার্থী ক্রিটে পৌঁছেছেন।