৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি

By স্টার অনলাইন ডেস্ক
4 December 2025, 08:21 AM

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করেছে ইসলামাবাদ। এমন কি, পরিবারের সদস্যদেরও তার সঙ্গে দেখা করার অনুমতি দিতে গড়িমসি করে সরকার। এরই মধ্যে গত সপ্তাহে ভারত-আফগানিস্তানের সংবাদমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে যায়।

তবে সেই ধোঁয়াশা কেটেছে। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পান তার বোন উজমা খানম। জানান, 'ইমরান খানের স্বাস্থ্য ভালো আছে। তবে তিনি খুব রেগে আছেন এবং বলেছেন তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।'

আজ বৃহস্পতিবার প্রায় এক সপ্তাহের নীরবতা ভেঙে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ইমরান খান।

ওই পোস্টে 'তথ্য ফাঁসের' অভিযোগ তুলে তিনি নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

উল্লেখ্য, কারাবন্দী ইমরানের এক্স অ্যাকাউন্ট নিজে পরিচালনা করেন না। তার নির্দেশনায় এর কার্যক্রম পরিচালিত হয়।

এক্সের পোস্টে বলা হয়েছে, একটি অপেক্ষাকৃত ছোট কমিটি আগের কমিটির স্থলাভিষিক্ত হবে।

ইমরান খান বলেন, 'আমি আজ পিটিআই'র রাজনৈতিক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছি। দলের মহাসচিব সালমান আকরাম রাজা রাজনৈতিক কৌশল নির্ধারণ করে তা বাস্তবায়ন করবেন। এ উদ্দেশ্য পূরণে একটি অপেক্ষাকৃত ছোট কমিটি গঠন করার যথোপযুক্ত কর্তৃত্ব তাকে দেওয়া হলো।'

পিটিআই-এর তথ্য সচিব শেখ ওয়াক্কাস আকরাম ডনকে জানান, বিলুপ্ত হয়ে যাওয়া কমিটিতে ৪০ জন সদস্য ছিল। এখন আরও কম সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

খুব সম্ভবত নতুন কমিটিতে প্রাদেশিক প্রধান, দলের নেতা ও অন্যান্য কয়েকজন সদস্য থাকবেন।

পাকিস্তানের নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে পিটিআই'র দলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। যার ফলে, দলটির সুনির্দিষ্ট কোনো স্থায়ী কমিটি বা কেন্দ্রীয় নেতৃত্ব নেই। দলের দৈনন্দিন কার্যক্রম নিয়ন্ত্রণ করে রাজনৈতিক কমিটি।

ইমরানের পোস্টের আগেই কমিটি বিলুপ্ত করে মহাসচিবকে নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে একটি দলীয় বার্তা নেতা-কর্মীদের কাছে পৌঁছানো হয়।

ইমরানের এই সিদ্ধান্তে দলের কিছু নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। কোনো কোন নেতা বলছেন, এতে দলের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ হয়েছে ও ভিন্নমত প্রকাশ করা অসম্ভব হয়ে পড়েছে।

এনডিইউ কর্মশালা ও বৈঠক নিয়ে সমালোচনা

পোস্টে ইমরান আরও জানান, পিটিআই নেতাদের 'বিপক্ষের' সঙ্গে মেলামেশা বরদাশত করা হবে না।

'এনডিইউ কর্মশালায় পিটিআইর সদস্যদের অংশ নেওয়ার বিষয়টি লজ্জাজনক ছিল। এক দিকে আমরা বিভিন্ন ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি আর অপর দিকে, আমাদের নিজেদের মানুষরাই নির্যাতনকারীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। আমি এতে অত্যন্ত আহত হয়েছি।'

NDU Pakistan
এনডিইউ সম্মেলনে সরকারি দলের নেতাদের সঙ্গে যোগ দেন কয়েকজন পিটিআই নেতাও। ফাইল ছবি: ডন

সম্প্রতি দেশটির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির এক কর্মশালায় সরকারি দলের সদস্যদের পাশাপাশি পিটিআইর কয়েকজন নেতাও যোগ দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। সরকারি দলের সদস্যদের সঙ্গে পিটিআই সদস্যদের ঘনিষ্ঠতাকে দলের সমর্থকরা ভালো চোখে দেখেননি।

দলের ওই নেতাদের দাবি, সংসদীয় কমিটি ও খাইবার পাখতুনখোয়ার স্পিকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তারা ওই কর্মশালায় যোগ দেন।

ইমরান জানিয়েছেন, ভবিষ্যতে দলের নেতৃত্বের অনুমোদন ছাড়া এরকম কোনো সম্মেলনে পিটিআই কর্মীরা যোগ দিতে পাড়বে না।