দুদিন ধরে জ্বলছে হংকংয়ের বহুতল ভবন, নিহত বেড়ে ৭৫, নিখোঁজ ৩ শতাধিক

By স্টার অনলাইন ডেস্ক
27 November 2025, 16:07 PM

হংকংয়ের তাই পো এলাকায় বহুতল আবাসিক কমপ্লেক্সে আগুন আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনও নিয়ন্ত্রণে আসেনি।

শহরটির ইতিহাসে অন্যতম ভয়াবহ এ আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। আহত হয়েছে আরও ৭৬জন। নিখোঁজ এখনও ৩শতাধিক মানুষ।

হংকংয়ের ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

অনেক মানুষ ভবনের বাইরে উদ্বেগ নিয়ে তাদের নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষা করছেন।

ভবনটির বাসিন্দা লরেন্স লি এখনও তার স্ত্রীর খোঁজ পাননি। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বলেন, 'তার বিশ্বাস অ্যাপার্টমেন্টেই আটকা পড়ে আছেন তার স্ত্রী।'

সর্বশেষ ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্ধকারের মধ্যেই অ্যাপার্টমেন্টগুলোতে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা। বেশ কয়েকটি জানালার ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে।

গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে ৩টার দিকে ৮তলা আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ধারণা, নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের উপপরিচালক ওং কা-উইং বলেন, 'উদ্ধারকর্মীরা উচ্চ তাপমাত্রার মধ্যেই ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া জীবিতদের খুঁজছেন। যত দ্রুত সম্ভব মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।'

তাই পো এলাকায় ওই আবাসিক কমপ্লেক্সে ১ হাজার ৯৮৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে। বসবাস করেন সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ।