হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৫৫, নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা
হংকংয়ের তাই পো এলাকায় আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এখনো ২৭০ জনের বেশি বাসিন্দার খোঁজ মিলছে না। কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।
আজ বৃহস্পতিবার সকালে কর্মকর্তারা জানান, সাতটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাকি ভবনগুলোর আগুনও সন্ধ্যার মধ্যে নিয়ন্ত্রণে আনা যাবে বলে তারা আশা করছেন।
আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করলেও এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছিল এবং এর জন্য দায়ী কে বা কারা।
তদন্তের অংশ হিসেবে দাহ্য উপকরণ—যেমন জাল ও প্লাস্টিক শিট—ব্যবহারের অভিযোগে তিন নির্মাণ কোম্পানির শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসব উপকরণই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য দায়ী হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
আগুনের এই ঘটনাকে হংকংয়ের সর্বোচ্চ মাত্রার অগ্নিকাণ্ড ঘোষণা করা হয়েছে।
সকালে বিবিসির সংবাদদাতা জানান, এখনো বাতাসে পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে।
সরেজমিনে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। সেখানে কয়েক ডজন পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্টের আবাসিক ভবনে আগুন লাগার পর প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে গেছে।
অনেক মানুষ ভবনের বাইরে উদ্বেগ নিয়ে তাদের নিখোঁজ প্রিয়জনদের জন্য অপেক্ষা করছেন। এক ব্যক্তি আজ স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার স্ত্রী এখনো নিখোঁজ।
তার পাশে দাঁড়ানো আরেক ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে চোখ মুছতে থাকেন। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল।
তিনি বলেন, মাত্র ১০ মিনিটের মধ্যে পুরো ফ্ল্যাট ধোঁয়ায় ভরে গেল—এটা কীভাবে সম্ভব? কী করে এমনটা ঘটতে পারে… মানুষ বের হওয়ার কোনো সুযোগই পায়নি।