ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

By স্টার অনলাইন ডেস্ক
11 November 2025, 09:54 AM

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যাটি নিশ্চিত করেন।

বিস্ফোরণের উৎস ও প্রকৃতি বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সমাজমাধ্যমে পাওয়া ভিডিওতে নিরাপত্তা বেষ্টনীর পেছনে একটি পুড়ে কয়লা হয়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। সেখান থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া উড়ছিল।

বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, 'আমি গাড়ি পার্কিং করে ভবনে ঢুকি। এরপর ফটকের কাছে জোরালো শব্দ শুনতে পাই।'

বিস্ফোরণের দমকে অনেক মানুষ ছিটকে পড়েন এবং ওই এলাকার বেশ কয়েকটি যানবাহনের ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী রুস্তম মালিক এএফপিকে আরও বলেন, 'সেখানে চরম গোলযোগ দেখা দেয়। আইনজীবী ও সাধারণ মানুষ আদালত কমপ্লেক্সের ভেতর ছোটাছুটি করছিলেন। আমি ফটকের সামনে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে এবং বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়তে দেখি।'