কেন এত ইহুদি জোহরান মামদানিকে ভোট দিলেন?

By স্টার অনলাইন ডেস্ক
8 November 2025, 14:34 PM

গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র সমালোচক জোহরান মামদানি। তিনি ফিলিস্তিনিদের অধিকারে সোচ্চার। তাকে 'ইসরায়েল ও ইহুদিবিরোধী' তকমা দিয়ে প্রচারণা চালিয়েছিল বিরোধীরা। তাকে যেন কেউ ভোট না দেয়, সেজন্য প্রচুর অর্থও ঢেলেছিলেন ধনকুবেররা।

জোহরান মামদানি নির্বাচিত হলে ইহুদিদের নিউইয়র্ক ছেড়ে চলে যেতে হবে—এমন নেতিবাচক প্রচারণার মুখোমুখিও হতে হয়েছিল ডেমোক্র্যাটিক পার্টির এই প্রার্থীকে। তবু মেয়র পদে নিউইয়র্ক মহানগরীর ইহুদিরা ব্যাপক সংখ্যায় জোহরান মামদানিকে ভোট দিয়েছেন। কিন্তু, কেন?

গত ৬ নভেম্বর ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ-এর এক বিশ্লেষণে প্রশ্ন রাখা হয়—কেন এত সতর্কতামূলক প্রচারণার পরও এত সংখ্যক ইহুদি জোহরান মামদানিকে ভোট দিলেন? এরপর খোঁজা হয় এর কারণ।

বিশ্লেষণে বলা হয়, জোহরান মামদানির সমর্থকদের প্রধান উদ্বেগের বিষয় হলো নগরীর অর্থনৈতিক দুরবস্থা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে সমাদৃত নিউইয়র্ক শহরে জীবনযাত্রার খরচ ক্রমশ কম আয়ের মানুষদের হাতের নাগালের বাইরে চলে গেছে। বাড়ি ভাড়া অনেকের আর্থিক ক্ষমতা বাইরে।

নগরীর যানজট ও যোগাযোগ ব্যবস্থায় নাকাল সাধারণ মানুষ। শিশুদের স্বাস্থ্যসেবা অনেক ব্যয়বহুল।

নির্বাচনী প্রচারণায় এসব সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছিলেন জোহরান মামদানি। জনকল্যাণমূলক কাজকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। মূলত এসব কারণে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে মহানগরীর ৫০ শতাংশের বেশি ভোটার বেছে নিয়েছেন জোহরান মামদানিকে।

তবে নির্বাচনে ঠিক কত সংখ্যক ইহুদি জোহরান মামদানিকে ভোট দিয়েছিলেন এর কোনো সঠিক তথ্য পাওয়া সম্ভব না। কেননা, তালিকায় ভোটারদের ধর্মীয় পরিচয় থাকে না।

সিএনএন'র এক্সিট পোলের বরাত দিয়ে দৈনিকটি জানায়—ইহুদি ভোটারদের ৩২ শতাংশ জানিয়েছেন যে তারা জোহরান মামদানিকে ভোট দিয়েছেন। তবে এই সংখ্যার সত্যতা নিয়ে দৈনিকটি সন্দেহ প্রকাশ করেছে। কারণ, বহুধা বিভক্ত ইহুদিদের কে কোন ভাবনা থেকে জোহরান মামদানিকে ভোট দিয়েছেন তা সিএনএন'র জরিপের মাধ্যমে পরিষ্কার জানা যায় না।

জুইশ ভোটারস রিসোর্স সেন্টারের তথ্য তুলে হারেৎজ'র বিশ্লেষণে আরও বলা হয়, প্রায় ৪৬ শতাংশ ইহুদি নিজেদের উদার ও ১৭ শতাংশ ইহুদি তাদেরকে রক্ষণশীল হিসেবে তুলে ধরেন। ইহুদিদের ৫৯ শতাংশ নিজেদের ডেমোক্র্যাট ও ১৬ শতাংশ রিপাবলিকান হিসেবে পরিচয় দেন।

জোহরান মামদানিকে ভোট দেওয়া ইহুদিদের 'বেকুব' বলে গালি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ইহুদিরা তাদের স্বার্থের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এমনকি, জোহরান মামদানিকে ভোট দেওয়া ইহুদিদেরকে ট্রাম্প 'স্বঘোষিত ইহুদিবিদ্বেষী' হিসেবে আখ্যা দিয়েছেন।

হারেৎজ'র বিশ্লেষণ মতে, যেসব ইহুদি নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ভোট দিয়েছেন তারা নিজেদের ক্ষুদ্র গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তাকে ভোট দিয়েছেন।

তারা তাদের মূল্যবোধের কারণে জোহরান মামদানিকে ভোট দিয়েছেন। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার যা করছে তা সেই সব ইহুদিদের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

এতে আরও বলা হয়, ইহুদি ভোটাররা জোহরান মামদানির প্রগতিশীল অর্থনৈতিক ইশতেহারকে বিবেচনায় নিয়ে তাকে ভোট দিয়েছেন। তারা মনে করেন, ভোটের মাঠে জোহরান মামদানি যে মূল্যবোধ তুলে ধরেছেন তা তাদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলেও তাদের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয়।