ধর্ষণ ও হয়রানির অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতার কারাদণ্ড 

By স্টার অনলাইন ডেস্ক
31 October 2025, 05:51 AM

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাবেক আইনপ্রণেতাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত জুলাইয়ে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ১৮ ও ২৪ বছর বয়সী দুই পুরুষকে হয়রানির অভিযোগে অভিযুক্ত হন ডানপন্থি রাজনীতিবিদ গ্যারেথ ওয়ার্ড (৪৪)। অভিযোগ সত্ত্বেও পার্লামেন্ট সদস্যের পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকার করেন তিনি।

তবে ঘটনা প্রকাশ্যে আসার দুই সপ্তাহ পর রাজ্য পার্লামেন্টের সদস্যরা অনাস্থা ভোটে তাকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন।

বিচারক কারা শিয়াদ সিডনির পারামাত্তা জেলা আদালতে তাকে পাঁচ বছর নয় মাসের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে একবার ধর্ষণ ও তিনবার হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। 

বিচারক জানান, গ্যারেথ আগামী তিন বছর নয় মাসের মধ্যে প্যারোলে মুক্তি পাওয়ার আবেদন করতে পারবেন না।

বিচারক রায়ে মন্তব্য করেন, ওই রাজনীতিবিদ 'জেনেবুঝে' এই অপরাধ করেছে।

ধারণা করা হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন গ্যারেথ ওয়ার্ড।