তুরস্কের কাছে ৪০ টাইফুন যুদ্ধবিমান বিক্রি নিয়ে যুক্তরাজ্যের আলোচনা
সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তুরস্কের কাছে ৪০টি ইউরোফাইটার টাইফুন বিক্রি নিয়ে আলোচনা করতে পারেন।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়ে বলেছে যে এই যুদ্ধবিমানগুলো বিক্রির বিষয়টি দীর্ঘদিন ধরে অমীমাংসিত আছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার প্রথম তুরস্ক সফরে এসেছেন।
আঙ্কারায় তিনি তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। দুই ন্যাটো সদস্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায়। এ ছাড়াও, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলকে প্রতিরোধ করতে তুরস্ক টাইফুন যুদ্ধবিমান কিনতে চায়।
গত সপ্তাহে রয়টার্সের অপর এক প্রতিবেদনে বলা হয়েছিল—আঙ্কারা যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান ও যুক্তরাজ্য থেকে উন্নত প্রযুক্তির ইউরোফাইটার টাইফুন কিনতে আগ্রহী।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়, টাইফুন কেনার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। এই মুহূর্তে তুরস্ক ১২টি ও পরে ২৮টি ইউরোফাইটার কেনার ইচ্ছা প্রকাশ করেছে।
গত জুলাইয়ে আঙ্কারা ও লন্ডন ইউরোফাইটার কেনার বিষয়ে প্রাথমিক চুক্তি করে।
এরদোয়ানের কার্যালয় থেকে জানানো হয়েছে—দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।