আবারও কমলা হ্যারিস? 

By স্টার অনলাইন ডেস্ক
26 October 2025, 11:32 AM
UPDATED 26 October 2025, 18:16 PM

সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির নেতা কমলা হ্যারিস। সবাই মোটামুটি ধরেই নিয়েছিলেন যে এহেন পরাজয়ে কমলার রাজনৈতিক ক্যারিয়ারের অকাল মৃত্যু ঘটেছে।

তবে সে আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে যুক্তরাজ্যের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আবারও নির্বাচনে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

বিবিসির সানডে উইথ লরা কেনসবার্গ অনুষ্ঠানের সঞ্চালককে কমলা জানান, তিনি প্রেসিডেন্ট পদে আবারও লড়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

Kamala Harris
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: রয়টার্স

তবে কমলা (৬১) জোর দিয়ে বলেন, মার্কিন রাজনীতিতে তার সময় 'এখনো ফুরিয়ে যায়নি' এবং তার ভাই-বোনের নাতি-নাতনিরা তাদের জীবদ্দশায় প্রেসিডেন্ট হিসেবে 'অবশ্যই' একজন নারীকে দেখতে পাবে।

তিনি আরো বলেন, 'আমি সারা জীবন মানুষের সেবা করেছি। এটা আমার রক্তে মিশে আছে।'

কমলা বলেন, 'আমি বর্তমানে যা করছি, তার বাইরে ভবিষ্যতে কী করব, তা এখনো ঠিক করিনি।'

বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার চেষ্টা করবেন কমলা। সাক্ষাৎকারের এসব মন্তব্য তার এই ইচ্ছের স্পষ্ট ইঙ্গিত।

গত মাসে প্রকাশিত নিজের স্মৃতিকথায় কমলা হ্যারিস লেখেন, প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে দেওয়া ছিল 'অবিবেচক সিদ্ধান্ত'।

তার মতে, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের টিম তাকে যথাযথভাবে সহায়তা করেনি, বরং অনেক সময় বাধা দিয়েছে।