ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি মার্কিন জনসমর্থন আরও বেড়েছে

By স্টার অনলাইন ডেস্ক
23 October 2025, 08:08 AM
UPDATED 23 October 2025, 14:23 PM

যুক্তরাষ্ট্রের জনগণের বিশাল অংশ মনে করেন তাদের সরকারের উচিত ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া। দেশটির ডেমোক্র্যাটিক পার্টির ৮০ শতাংশ ও রিপাবলিকান পার্টির ৪১ শতাংশ এই মত দিয়েছেন। এর মাধ্যমে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবনার বিরোধিতা করছে তার দেশের বিশাল সংখ্যক জনগণ।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এই জরিপ প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার শেষ হওয়া ছয়দিনের রয়টার্স/ইপসস জরিপে দেখা গেছে—৫৯ শতাংশ মার্কিনি বলেছেন তারা চান যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিক। এর বিরোধিতা করেছেন ৩৩ শতাংশ। আট শতাংশ এ বিষয়ে মন্তব্য করেননি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করলেও দলের ৪১ শতাংশ এই দাবির পক্ষে মত দিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্স স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল এই স্বীকৃতির বিরোধিতা করলেও বাস্তবতা হচ্ছে ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠার পর লাখো ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়ে। এ ছাড়াও, এটি দীর্ঘ সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে।

gaza-destruction.jpg
গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। ছবি: রয়টার্স ফাইল ফটো

প্রতিবেদনে আরও বলা হয়—জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন ইসরায়েল গাজায় অতিরিক্ত হামলা চালিয়েছে। তবে ৩২ শতাংশ উত্তরদাতা তা মনে করেন না।

এর আগে, গত আগস্টে রয়টার্স/ইপসস জরিপে যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ বাসিন্দা বলেছিলেন যে, তারা মনে করেন জাতিসংঘের সব সদস্য দেশের উচিত ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া। সেসময় এর বিরোধিতা করেছিলেন ৩৩ শতাংশ এবং উত্তর দিতে নারাজ ছিলেন নয় শতাংশ। প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্রে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জনমত বেড়েছে এক শতাংশ।

গত সেপ্টেম্বরে দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির জরিপে দেখা গিয়েছিল, অধিকাংশ মার্কিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বাড়তি অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার বিরোধী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এমন জনমত প্রকাশ্যে এলো।

এতে বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার বিরোধিতা করছেন মার্কিন ভোটাররা। তারা সংঘাত দূর করতে ইসরায়েলি সরকারের ভূমিকার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

১৯৯৮ সালে দ্য নিউইয়র্ক টাইমস এ বিষয়ে জরিপ শুরুর পর এই প্রথম মার্কিনিদের মনে এমন বিপরীত ভাবনা দেখা গেল।

প্রতিবেদন অনুসারে—৭ অক্টোবর হামাসের হামলার পর মার্কিন ভোটারদের ৪৭ শতাংশ ইসরায়েলের প্রতি সমর্থন দিয়েছিলেন। সেসময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ছিল ২০ শতাংশ।

নতুন জরিপে দেখা গেছে—৩৪ শতাংশ মার্কিনি ইসরায়েলের প্রতি সমর্থন জানালেও ৩৫ শতাংশ সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনিদের প্রতি। এ ছাড়াও, এই জরিপে ৩১ শতাংশ উত্তরদাতা কারও প্রতি সমর্থন প্রকাশ করেননি।