ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন জোহরান মামদানি

By স্টার অনলাইন ডেস্ক
15 September 2025, 09:02 AM
UPDATED 15 September 2025, 15:14 PM

নিউইয়র্ক নগরীর পরবর্তী মেয়র হিসেবে জোহরান মামদানিকে দেখতে চান ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। আগামী নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে মেয়র নির্বাচন হতে যাচ্ছে।

আজ রোববার দ্য নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন যে জোহরান মামদানির সঙ্গে 'খোলামেলা আলোচনার' পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত মে মাসে জোহরান ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পান।

তিনি আরও লিখেন, 'আলোচনার সময় বুঝতে পারলাম তিনিও আমার মতো এমন একটি নিউইয়র্ক চান যেখানে শিশুরা তাদের পাড়া-মহল্লায় স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং যেখানে সব সুযোগসুবিধা প্রতিটি পরিবারের হাতের নাগালে থাকবে।'

'আমি এই নেতার কথা শুনেছি। তিনি নিউইয়র্ক নগরীকে সবার জন্য বাসযোগ্য করে গড়তে চান। তার এই ইচ্ছাকে আমি মনেপ্রাণে সমর্থন করি।'

নিউইয়র্কের গভর্নরের সমর্থনের ফলে জোহরান মামদানির পক্ষের নেতাদের তালিকা আরেকটু দীর্ঘ হলো। এর আগে তাকে সমর্থন দিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর আন্তোনিও দেলগাদো, রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, প্রতিনিধি পরিষদের সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, জেরল্ড নালডার, নিদিয়া ভেলেজকুয়েজ, আদ্রিয়ানো এসপাইলাত ও প্যাট রায়ান।

নিজ দলের বাইরেও সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডারস ও প্রতিনিধি পরিষদের সদস্য প্রমীলা জয়পাল, রো খান্না, জেমি রাসকিন ও ক্রিস ভন হোলেন এবং পরিষদের সাবেক সদস্য জামাল বোম্যান ও সাবেক মেয়র বিল ডি ব্লাসিও এই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছেন।

উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি (৩৩) প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচিত হলে নগরীর বাসিন্দাদের জন্য বিনা খরচায় বাসে চলাচল এবং বাড়ি ভাড়া যাতে না বাড়ে সেই ব্যবস্থা নেবেন।

আসন্ন নির্বাচনে জোহরান মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অপর ডেমোক্র্যাট নেতা ও নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে বিবেচনা করা হচ্ছে। তবে এই ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আছে।